মেজাজ হারিয়ে আম্পায়ারকে গালি দেয়ার অপরাধে নাসির হোসেনকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছিল। তবে আর্থিক জরিমানা দিয়েই পার পাচ্ছেন না জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া এ ক্রিকেটার। তাকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, ‘প্রথম ম্যাচে বোলিংয়ের সময় সে সিরিয়াস ছিল না। মজা করছিল। দ্বিতীয় ম্যাচে আবেদনে সাড়া না দেয়া আম্পায়ারকে গালি দিয়ে বসে। এ কারণে ওকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’
নিষিদ্ধ হওয়ার ফলে শনিবার থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে রাজশাহী বিভাগের বিপক্ষে কক্সবাজারে খেলবে রংপুর। সেই ম্যাচে খেলার সুযোগ পাচ্ছে না নাসির।