গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাকসুদা বেগম (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মহদীপুর ইউনিয়নের গড়েয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাকসুদা বেগম ওই গ্রামের রেজাউল করিমের স্ত্রী এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।
স্থানীয়রা জানান, মাকসুদা বেগমের শিশু সন্তানের কান্নার আওয়াজ শুনতে পেয়ে আশপাশের মানুষ ওই বাড়িতে যান। সেখানে গিয়ে তারা শিশুটি ছাড়া আর কাউকে দেখতে না পেয়ে ঘরের দরজা ভেঙে ঘরের মধ্যে মাকসুদার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
তবে নিহতের পরিবারের দাবি, মাকসুদাকে তার স্বামী ও স্বজনরা হত্যা করেছে। ঘটনার পর থেকেই তার স্বামী রেজাউল পলাতক রয়েছেন।
পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। শুক্রবার ময়নাতদন্তের জন্য মরদেহটি গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।