Home > খেলাধুলা > আর্জেন্টিনার হারে আনন্দ মিছিল করল ব্রাজিল সমর্থকরা

আর্জেন্টিনার হারে আনন্দ মিছিল করল ব্রাজিল সমর্থকরা

কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে আর্জেন্টিনা পরাজিত হওয়ায় গোপালগঞ্জ শহরে আনন্দ মিছিল করেছে ব্রাজিল সমর্থকরা।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় সৌদি আরবের মুখোমুখি হয় আর্জেন্টিনা। এ সময় খেলায় সৌদি আরবের কাছে ২-১ গোলে পরাজিত হয় আর্জেন্টিনা।

এদিকে খেলা শেষে সন্ধ্যায় শহরের মিয়াপাড়া থেকে একটি আনন্দ মিছিল বের করে ব্রাজিল সমর্থকেরা। আনন্দ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ ছাড়াও আর্জেন্টিনার ৩৬০ ফুট পতাকার বিপরিতে ৫০০ ফুট লম্বা ব্রাজিলের পতাকা টানিয়েছে মিয়াপাড়া ব্রাজিল সমর্থক গোষ্ঠী।