Home > ধর্ম > হাত নেই, মুখেই পৃষ্ঠা উল্টে কোরান পড়েন মুমিন বান্দা

হাত নেই, মুখেই পৃষ্ঠা উল্টে কোরান পড়েন মুমিন বান্দা

যেকোনও কঠিন কাজেও সফল হওয়ার জন্য প্রবল ইচ্ছেশক্তিই যথেষ্ট। সেজন্যই প্রবাদে বলে ‘ইচ্ছে থাকলেই উপায় হয়’। এবার তারই প্রমাণ আরও একবার পাওয়া গেল মধ্যবয়সী এক ধর্মপ্রাণ মুসলিমের কাছে।

ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তির হাত নেই। কিন্তু ধর্মের প্রতি প্রবল শ্রদ্ধা আর বিশ্বাসের শক্তিতে ভর করে মুখ দিয়ে পৃষ্ঠা উল্টে উল্টে অবিরাম পবিত্র কোরআন পড়ছেন।

অথচ আমাদের সমাজে চারপাশের অনেকেই আছেন যাদের মহান সৃষ্টিকর্তা হাত-পা-চোখ-কান-মুখ সব দিয়েছেন, কিন্তু তারা সৃষ্টিকর্তার ইবাদত করেন না। তারা মৃত্যুতে এবারের জন্যও স্মরণ করেন না। আর এমন লোকের সংখ্যা বাড়ছে বলেই সমাজে ও রাষ্ট্রে হানাহানি, লুটতরাজ এবং নৈতিক অবক্ষয়ও দিন দিন বাড়ছে।

কিন্তু আনুমানিক ৪০ বছর বয়সী ওই মুসলিম যুবক দুটো হাত না থাকার পরও কারও সাহায্য না নিয়ে মুখে পৃষ্ঠা উল্টে কোরান পড়ছেন ক্লান্তিহীনভাবে।

তিনি মুখে পৃষ্ঠা উল্টে শুধু কোরানই পড়েন না, ব্রাশ করা, ওযু করার কাছেও তিনি মুখকেই ব্যবহার করেন।

পেশায় সরকারি চাকুরিজীবী ওই ধর্মপ্রাণ মুসলিম পুরুষ দিনান্তে বাসায় ফিরে সন্তানদের সঠিকভাবে সময় দেন। ছেলেমেয়েদের নিজেই পড়ান, এমনকি পা দিয়ে ছবিও এঁকে দেন।

তবে ওই ইউটিউব চ্যানেলটিতে ওই মুমিন বান্দার কোনও পরিচয় প্রকাশ করা হয়নি।