Home > অন্যান্য > চাকরি > ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে আজকের ডিল ডটকম

ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে আজকের ডিল ডটকম

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান আজকের ডিল ডটকম। ‘মোটরসাইকেল রাইডার’ পদে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা থাকলে আগামী ৪ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: মোটরসাইকেল রাইডার

পদ সংখ্যা: মোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা: প্রার্থীকে এসএসসি/ এইচএসসি পাস হতে হবে। অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবে। প্রার্থীর বয়স ২১ থেকে ২৫ বছর হতে হবে। শুধু পুরুষরা আবেদন করতে পারবেন। নিজস্ব মোটরসাইকেল না থাকলে আবেদনের প্রয়োজন নেই। উদ্যমী এবং স্মার্ট হতে হবে। অবশ্যই নিজস্ব মোটরসাইকেল, এনআইডি/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ লার্নারকার্ড থাকতে হবে। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে জানতে হবে।

কর্মস্থল: ঢাকা

বেতন: ৮,০০০ টাকা + ওভারটাইম + মোটরসাইকেল অ্যালাউন্স + মোবাইল বিল

কোম্পানির সুযোগ-সুবিধাদি: আট ঘণ্টা ডিউটির পর ওভারটাইম সুবিধা রয়েছে। মোবাইল বিল (গ্রাহক ও মার্চেন্টদের সঙ্গে যোগাযোগের জন্য)। খাবার + পরিবহন ভাতা সুবিধা (সার্ভিস কনফার্মেশনের পর প্রযোজ্য)। মোটরসাইকেলের জন্য আলাদা অ্যালাউন্স দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া: ওয়াক ইন ইন্টারভিউ :

সরাসরি সাক্ষাতের জন্য আপনার একটি পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, ড্রাইভিং লাইসেন্স, এক কপি পাসপোর্ট সাইজ ছবিসহ যোগাযোগ করুন- সুমনা গণি ট্রেড সেন্টার,প্লট-২, লেভেল-৫, কারওয়ান বাজার, ঢাকা।

সাক্ষাতের সময়: দুপুর ১২টা থেকে বিকেল ৫টা (রোববার থেকে বৃহস্পতিবার)

আবেদনের সময়সীমা: আগামী ৪ নভেম্বর , ২০১৯ পর্যন্ত

সূত্র: বিডিজবস