ফাঁকা বাড়িতে ভাইয়ের বউয়ের সর্বনাশ করার অভিযোগ উঠল ভাসুরের বিরুদ্ধে। অভিযুক্ত ভাসুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাগদায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাগদার নাটাবেরিয়া কুজারবাগি গ্রামের বাসিন্দা অভিযুক্ত বিকাশ সর্দার। ভাইয়ের বিয়ের পর থেকেই ভাইয়ের বউকে উত্যক্ত করা শুরু করে বছর ৩২-এর বিকাশ। নানাভাবে তাকে কুপ্রস্তাব দিত সে। এরপরই সোমবার রাতে ফাঁকা বাড়িতে বিকাশ তার ভাইয়ের বউয়ের সর্বনাশ করে বলে অভিযোগ।
সেইসময় বাড়িতে ছিলেন না বিকাশের ভাই। সেই সুযোগেই ফাঁকা বাড়িতে ভাইয়ের বউকে বিকাশ যৌন হেনস্থা করে। এরপরই এই ঘটনায় বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে বিরাশ সর্দারকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ।