Home > সারাদেশ > দেশে এসে বিয়ে করার প্রস্তুতি নেওয়া সুমন ফিরলেন লাশ হয়ে

দেশে এসে বিয়ে করার প্রস্তুতি নেওয়া সুমন ফিরলেন লাশ হয়ে

কাতারে সড়ক দুর্ঘটনায় মো. সুমন মিয়া নামে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের চাঁনপুর দক্ষিণপাড়ার ইউপি সদস্য অহিদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ১১টার দিকে তার মরদেহ দেশে আনা হয়।

নিহত ব্যক্তি উপজেলার উত্তর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের চাঁনপুর দক্ষিণপাড়া মো. মান্নার মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৫)। তিনি ২০১৬ সালে কাতারে যান।

জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর কাতারে সড়ক দুর্ঘটনায় মারা যান প্রবাসী সুমন। পরে সরকারি নিয়ম অনুযায়ী আজ সোমবার ছেলের মরদেহ দেশে আনেন পরিবার।

ছেলের মৃত্যুতে শোকে বিহ্বল বাবা বলেন, এবার দেশে আসার পর বিয়ে করার কথা ছিল সুমনের। তবে সে এসেছে লাশ হয়ে।

স্থানীয় ইউপি সদস্য অহিদ ভূঁইয়া বলেন, সুমন অনেক ভালো মানুষ ছিল। ২০১৬ সালে কাতারে গিয়েছিলেন তিনি। গত ৭ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় নিহত হন সুমন।