Home > শিক্ষা > ‘দেশে ৪৯ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই’

‘দেশে ৪৯ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই’

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শরৎকালীন নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ৮২ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে ২ লাখ ৮৩ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

নবীণবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: আবু বকর ছিদ্দীক বলেন, ‘দেশে ৪৯টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নাই। একটা নৌকা মাঝি ছাড়া চলে না। একটা বিশ্ববিদ্যালয় কীভাবে ভাইস চ্যান্সেলর ছাড়া চলবে? সব প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভালো চলছে, তা কিন্তু নয়। সম্প্রতি আপনারা দেখেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কী চলছে। মানারাত ইউনিভার্সিটির ট্রাস্টি চেঞ্জ করতে হচ্ছে। আমরা চাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তাদের সক্ষমতা দিন দিন বাড়াবে, এখানে সরকারের কিছু বলার নাই।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু কথা জানিয়ে আবু বকর বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া অত্যন্ত আনন্দের বিষয়। কিন্তু বিশ্ববিদ্যালয় ছেড়ে যাওয়ার সময় সফলতা ও ব্যর্থতার প্রশ্ন আসে। পড়াশোনা শেষে পাঁচ-সাত বছর পর কোথায় যাবে শিক্ষার্থীদের মাথায় রাখতে হবে। এখনই ভাবতে হবে কোথায় যাবে, না ভেবে শুধু পড়ালেখা করলে কাজ হবে না।

‘আমরা জানি কর্মজীবন একটি বড় বিষয়। শিক্ষার একটি বড় উদ্দেশ্য হলো সুন্দর জীবনের অধিকারী হওয়া। আমি তোমাদের সুন্দর জীবন প্রত্যাশা করছি।’

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষাক্ষেত্রে সরকারের পরিপূরক হিসেবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘আপনারা জানেন সরকারের আর্থিক ক্ষমতা সীমিত। দেশের সব ছেলেমেয়েকে বিনা পয়সায় লেখাপড়া করানো সম্ভব হয় না। সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিপূরক হিসেবে কাজ করছে।’

তিনি জানান, বর্তমানে ৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৩ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে। দেশে ১০৮টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও প্রায় একই পরিমাণ ৩ লাখ ৩০ হাজার শিক্ষার্থী আছে। এটা পরিপূরক হিসেবে কাজ করছে।

বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল সায়েন্স বিভাগের শিক্ষিকা পূনম মুৎসুদ্দি ও কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক সৌরভ অধিকারীর যৌথ সঞ্চালনায় নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নূরুল আনোয়ার।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. এম মুজিবুর রহমান, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, মোহাম্মদ আলী আজম স্বপন, আহসানুল হক রিজন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব কামরুল হাসান তালুকদার, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. গণেশচন্দ্র রায়, রেজিস্ট্রার ওবায়দুর রহমান প্রমুখ।