আর তিন দিন পরেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন নিয়ে শুরু থেকেই কাঁদা ছোড়াছুড়ি হচ্ছে মিশা-জায়েদের সাথে মৌসুমীর। চলছে একে অপরকে অভিযোগ দেয়া বিবৃতি। তারা নিজেদেওর এক পরিবারের সদস্য বলেও পরক্ষণে দ্বন্দ্বে জড়াচ্ছেন।
তবে মিডিয়ার সামনে এলে সমসময় নিজেদের সু সম্পর্কের কথা বলেন মিশা। পেশাগত জটিলতা প্রকাশ্যে আনতে চাননা তিনি। নিজের থেকে সমসময় এগিয়ে রাখেন মৌসুমীকেই।
একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে তেমনি জানালেন মিশা। আসন্ন নির্বাচন নিয়ে তিনি বললেন, ‘ব্যক্তি মৌসুমী তো জিতেই আছে। ওতো জয়ী একজন মানুষ। শিল্পী সমিতি নির্বাচনে বিজয়ী হওয়া তার জীবনে খুব একটা বড় সংগ্রহ না। বাংলাদেশে মৌসুমী একটাই। ও সবার মনে জিতে আছে।’
সাম্প্রতিক সময়ের আলোচিত এই নির্বাচনের নানা কথা নিয়ে তিনি এসেছিলেন চ্যানেল আইয়ের ‘৩০০ সেকেন্ড’ নামের অনুষ্ঠানে। সেখানেই তার প্রতিপক্ষ সভাপতি পদপ্রার্থী চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে এমন মন্তব্য করেন মিশা।
এদিকে, বেশ কিছুদিন আগেই মৌসুমী অভিযোগ করে বলেন, আমি প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছি। এই পথে বাধা আর নতুন কিছু নয়। এমনকি আমার সমর্থকদেরও বাধা দেয়া হচ্ছে। তাদের প্রচারণা করতে দেয়া হচ্ছে না, পোস্টার লাগাতে দেয়া হচ্ছে না। আমার অনুপস্থিততে তাদের নানা রকম কথা বলছে বিরোধীরা।