ভারতের তামিলনাডুতে একটি গরুর পেট থেকে ৫২ কেজি প্লাস্টিক বের করা হয়েছে। প্রায় পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে অস্ত্রোপচারের মাধ্যমে এই প্লাস্টিক বের করা হয়। খবর এএনআই’র।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ভেপেরিতে গোয়ালের এক গরু তীব্র ব্যথায় ছটফট করতে করতে নিজের পেটেই লাথি মারছিল। এরপর গরুটিকে পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তামিলনাডু ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির সার্জনরা এরপর টানা পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে অস্ত্রোপচার করেন। এসময় গরুটির পেট থেকে ৫২কেজি প্লাস্টিক বের হয়। এর মধ্যে পিন, স্ক্রু, সূচ, কয়েনও ছিল বলে জানা গিয়েছে।
জানা যায়, ২০ দিন আগেই গরুটি নতুন বাচ্চা প্রসব করে। কিন্তু মল-মূত্র ত্যাগে সমস্যা হচ্ছিল। সঙ্গে পেটের ব্যাথায় ছটফট করত। স্থানীয় চিকিত্সকের কাছে নিয়ে যাওয়া হলে তখন পশু হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হয়।
তামিলনাডু ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির এক চিকিত্সক জানান, আমরা আগেও গরুর পেট থেকে প্লাস্টিক বের করেছি। কিন্তু এত প্লাস্টিক কখনও দেখিনি।