Home > জাতীয় > সারাদেশ > টাঙ্গাইলে ভারতীয় নাগরিক আটক

টাঙ্গাইলে ভারতীয় নাগরিক আটক

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় রাজেশ কুমার (২২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। গত শনিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার কালমেঘা নাগেরচালা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রাজেশ কুমার ভারতের উত্তর প্রদেশের হামিরপুর জেলার কুরারা থানার বরুয়া গ্রাম পঞ্চায়েতের বুদ্ধ প্রসাদের ছেলে। সে পাসপোর্ট দেখাতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে সখীপুর থানায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আফজাল হোসেন জানান, সে এলাকায় ঘোরাফেরা করছিল। এলাকাবাসী প্রথমে তাকে রোহিঙ্গা হিসেবে চিহ্নিত করে। পুলিশের হাতে তুলে দেওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় পাওয়া যায়।

মামলার বাদী সখীপুর থানার এসআই ওমর ফারুক জানান, রাজেশ কুমার নামের ওই যুবক এলাকায় ঘোরাফেরা করছিল। স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে পাসপোর্ট আইনে মামলা দিয়ে টাঙ্গাইল আদালতে পাঠায়।

সখীপুর থানার ওসি আমির হোসেন জানান, আটক রাজেশ কুমার পাসপোর্ট দেখাতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে সখীপুর থানায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।