বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের খুনিদের ফাঁসি হলে মানতে পারবেন না বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শামীম ওসমান এ মন্তব্য করেন।
তিনি বলেন, বুয়েটের ঘটনা মেনে নিতে পারছি না। যখন ওই ২০টা ছেলের ফাঁসি হবে, ওইটাও মেনে নিতে পারছি না। ওদের বাবা-মায়ের কী হবে? ওরাও বেস্ট ছাত্র ছিল। ওদের বাবা-মাও একদিন গর্ব করে বলেছিল, আমার ছেলে বুয়েটে চান্স পেয়েছে। এসব কী হচ্ছে? আমি মেনে নিতে পারছি না।
জনগণের ভালোবাসার জন্য রাজনীতি করেন জানিয়ে শামীম ওসমান বলেন, আমি এখন মানুষের ভালোবাসার জন্য রাজনীতি করি। অন্য কিছুর জন্য করি না। যেন মৃত্যুর পর লোকজন বলে ইস.. লোকটা চলে গেল।