Home > খেলাধুলা > বরিশালের বোঝা গেইল!

বরিশালের বোঝা গেইল!

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে খেলছেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। কিন্তু সেভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না গেইল। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১১৭ রান করেছেন তিনি। যেখানে খুলনা টাইগার্সের বিপক্ষে ৪৫ রানই সর্বোচ্চ।

টি-টোয়েন্টিতে ১০ হাজারেরও বেশি রান করা গেইলের প্রতি বাড়তি আকর্ষণ থাকে দর্শকদের। বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ মাতানো গেইল মানেই বাড়তি উন্মাদনা। কিন্তু চলতি বিপিএলের দলের প্রত্যাশা পূরণ করতে পারছেন না গেইল। নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না তিনি।

তাই স্বভাবত প্রশ্ন উঠেছে, গেইল কি তাহলে বরিশালের জন্য বোঝা? দলের ব্যাটিং পরামর্শক নাজমুল আবেদীন ফাহিম বলেন, সত্যি কথা বলতে হ্যাঁ, হতে পারে। কারণ ও(গেইল) যদি রান না করে, ওর কাছ থেকে এরপরে অনেক কিছু পাওয়ার থাকে না। হয়তো ফিল্ডিংয়ে ওকে কিছুটা লুকিয়ে রাখতে হয়।

তিনি বলেন, তবে এখনও তার পাঁচ ওভারে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সেই সামর্থ্য আছে। সেজন্য আমরা তার ওপর বিশ্বাস রাখছি যে কারণে ওকে নির্দিষ্ট একটা জায়গা ছেড়ে দিয়েছি যাতে করে ওখানে পুরোপুরি মনোযোগী হতে পারে। ওর জায়গা নিয়ে চিন্তা করতে না হয়। যত সময় যাবে ও আস্তে আস্তে মানিয়ে নিতে পারবে।

উল্লেখ্য, বিপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছে বরিশাল। এর মধ্যে ৪টিতে জয় ও ২টিতে হেরেছে তারা। বাকি একটি ম্যাচ পরিত্যক্ত হয়। এর ফলে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে বরিশাল।