চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতি বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে ১৩০টি সোনার বার উদ্ধার করেছে বিমান কর্তৃপক্ষ। এসময় জয়নায় আবেদীন নামের ওই যাত্রীকে আটক করা হয়
শুক্রবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট থেকে এসব সোনা উদ্ধার করা হয়।
জানা যায়, ওই যাত্রী আরব আমিরাতের শারহাজ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে এসে নামেন। গোপন সংবাদের ভিত্তিতে এসময় তার লাগেজ তল্লাশি করা হয়। লাগেজে থাকা ৬টি চার্জার লাইটের ভেতর এই ১৩০টি সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সোনার ওজন ১৫ কেজি ১৬৩ গ্রাম। যার আনুমানিক বাজারদর প্রায় সাড়ে ৬ কোটি টাকা।
এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার রিয়াদুল ইসলাম।
তিনি জানান, আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।