Home > 'কোভিড-১৯' সর্বশেষ আপডেট > করোনায় একদিনে মারা গেলেন ৩৪ জন, বাড়ল শনাক্ত

করোনায় একদিনে মারা গেলেন ৩৪ জন, বাড়ল শনাক্ত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আবারও হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল মৃত্যু হয়েছিল ২১ জনের। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৬৩ জনে।

একই সময়ে নতুন করে আরও ১২ হাজার ১৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল শনাক্ত হয়েছিল ১০ হাজার ৩৭৮। দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৭ লাখ ৮৫ হাজার ৩৮২ জনের।

রোববার (৩০ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ১৬৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ৬৪৫ জন। সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৪৩ হাজার ৬ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ৩৩ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম রোগীর মৃত্যু হয়।