ফরিদপুরের সালথা উপজেলায় স্থানীয়দের চাপের মুখে অন্তঃসত্ত্বা এক তরুণীর বিয়ে হয়েছে বলে জানা গেছে। বুধবার সন্ধ্যায় সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা গ্রামের ছব্দার আলীর মেয়ে সোনিয়া আক্তারের (১৯) সঙ্গে যদুনন্দী ইউনিয়নের খালপাড়া গ্রামের রফিক মোল্যার ছেলে ইমরান মোল্যার (২৫) বিয়ে অনুষ্ঠিত হয়।
সোনিয়ার বাবা ছব্দার আলী পেশায় ভিক্ষুক এবং বর ইমরান মোল্যা পেশায় ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, বিভিন্ন প্রসাধনী দেয়ার লোভ দেখিয়ে ইমরান মোল্যা তার দোকানের মধ্যে নিয়ে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী সোনিয়াকে একাধিকবার ধর্ষণ করে। এতে সোনিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সোনিয়া বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা।
সোনিয়ার দাবি, তার পেটের সন্তানের জন্মদাতা ইমরান মোল্যা।
ইমরান প্রথম দিকে অস্বীকার করলেও, পরে স্বীকার করে নেয়। অতঃপর স্থানীয়দের চাপের মুখে সোনিয়াকে বিয়ে করতে রাজি হয় ইমরান।
যদুনন্দী ইউনিয়ন আওয়ামী সভাপতি ও যদুনন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল রব মোল্যা বলেন, সোনিয়া ও ইমরানের বিয়ে দিয়ে প্রশংসার কাজ করেছে স্থানীয়রা।
যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মুন্সি বলেন, আমি বৃহস্পতিবার সকালে জানতে পেরেছি, সোনিয়া ও ইমরানের বিয়ে হয়েছে। তবে, বিয়ে দেয়ার সময় আমাকে কেউ জানায়নি।