জাতীয় দলের প্রথম তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এখন আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে ক্রিকেট অনুশীলনে পর্যাপ্ক সুযোগ সুবিধা না পাওয়ার কথা জানালেন বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার আশরাফুল।
বিশ্বকাপ চলাকালীয় ইংল্যান্ডের ঘরোয়া কেন্ট প্রিমিয়ার লিগে মাতিয়ে দেশে ফিরেছেন। আগামী মাস থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগকে সামনে রেখে আজ বৃহস্পতবিার মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করতে আসনে। সেখানে অনুশীলনে ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ সুবিধা না পাওয়ার কথা জানালেন তিনি।
‘সুযোগ-সুবিধা বলতে প্র্যাক্টিস করার জায়গাটা তো দরকার। ইনডোর বলেন, রেইনি সিজন থাকে বেশিরভাগ সময়। ওই সময় প্র্যাক্টিস করার একটা জায়গা দরকার। জায়গা পাওয়া যায় খুব কম। যারা ন্যাশনাল টিম, এইচপি বা আন্ডার-২৩ টিমের বাইরে থাকে তাদের জন্য একটু কষ্টকর। তাও চেষ্টা করছি’– আজ বৃ্হস্পতিবার মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আশরাফুল এভাবেই বলেন অনুশীলনের সুবিধা না পাওয়ার কথা।
ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন আশরাফুল। তার মতে, এটা তার জন্য বাড়তি সুবিধা হিসেবে কাজ করবে জাতীয় লিগের খেলায়। তিনি বলেন, ‘ওইখানে কেন্ট প্রিমিয়ার লিগে ব্ল্যাক হিটের হয়ে খেলে এসেছি। সেখানে ওয়ানডে ক্রিকেট খেলেছি সবগুলো ম্যাচই। একটা জিনিস শেখা যায়, সেখানে সবসময় বল সুইং করে। প্রথম ওভার থেকে শুরু করে ৫০তম ওভারেও বল সুইং করে। ওয়েদারের জন্য বলেন, যে বলে আমরা ক্রিকেট খেলি ডিউক বলে সবসময় সুইং করতে থাকে। আমি আশা করি এবার ন্যাশনাল লিগে একটুতো সুবিধা হবেই।’