Home > জাতীয় > ১৪১ কোটি টাকা আত্মসাত: ২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

১৪১ কোটি টাকা আত্মসাত: ২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে ১৪১ কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সাবেক শাখা ব্যবস্থাপক ও শিপ ব্রেকিং কোম্পানির মালিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ সংস্থাটির সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

আসামিরা হলেন- মিশব্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের মালিক মোহাম্মদ মিজানুর রহমান ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সাবেক ইভিপি ও চট্টগ্রামের আগ্রাবাদ শাখার সাবেক ব্যবস্থাপক নন্দ দুলাল ভট্টাচার্য্য।

দুদক জানায়, আসামিরা যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ঋণ অনুমোদনের আগেই ঋণপত্র খুলে মর্টগেজ সম্পত্তির বেশি মূল্য দেখিয়ে ঋণ নিয়ে ১৪১ কোটি ১৩ লাখ ২ হাজার টাকা আত্মসাতে করেছেন। আসামির বিরুদ্ধে অর্থ আত্মসাত ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।