কয়েকদিন আগে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক নেতারা ছেলেকে গণপিটুনির ভিডিও ভাইরাল হয়েছিল। এর আগেও দেশটিতে গণপিটুুনির একাধিক ভিডিও ছড়িয়েছে।
এবার এক তরুণকে মোবাইল ফোন চুরিরর অভিযোগে তরুণীদের হাতে গণপিটুনির শিকার হতে দেখা গেছে। পিটুনির একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়েছে।
যুবককে গণপিটুনির এ ঘটনাটি ঘটেছে আসানসোলের লছিপুর গেট সংলগ্ন এলাকায়। মঙ্গলবার (১৫ অক্টোবর) ওই যুবককে প্রকাশ্যে মারধর করতে দেখা যায় দুই তরুণীকে।
পরে স্থানীয়রা যুবককে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হযেছে, সকালে আসানসোলের জিটি রোডে এক যুবককে পিটুনি দিতে দিতে নিয়ে যায় যৌনপল্লি এলাকার দুই তারুণী। এ সময় তাকে দুই তরুণী মিলে অর্ধনগ্ন করে ফেলে।
তাদের অভিযোগ, ওই যুবক তাদের তিনটি মোবাইল চুরি করেছে। মারধর করতে করতে তারা যুবককে স্থানীয় পুলিশ ফাঁড়িতে নিয়ে যাচ্ছে। তবে স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে।