Home > বিশেষ সংবাদ > মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা রংপুরের রাগীব নূর

মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা রংপুরের রাগীব নূর

মেডিকেল কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে ৯০.৫০ নম্বর পেয়ে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন রাগীব নূর।

রাগীব নূর রংপুর ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পাস করেন। এর আগে তিনি রংপুর জিলা স্কুলে পড়াশোনা করেছেন।

ফল প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাগীব নূর বলেন, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন ফলাফলের পেছনে মা-বাবাসহ শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি।

জাপান টোব্যাকো কোম্পানির ন্যাশনাল ম্যানেজার এসএম মফিজুল ইসলাম মুকুল ও নীলফামারী মশিউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক আনজুমান আরা চৌধুরী দম্পতির একমাত্র ছেলে রাগীব নূর। তাদের একমাত্র মেয়ে মাইশা ফাহমিন অহনা রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণিতে পড়াশোনা করছে।

অমিয়র দাদা এবং নানা বাড়ি নীলফামারীর পৌর এলাকায়। প্রায় একযুগ ধরে রংপুর নগরীর ধাপ এলাকায় বসবাস করছেন তারা।

ছেলের এমন কৃতিত্বে আনন্দে আত্মহারা আনজুমান আরা চৌধুরী। ছেলের ভবিষ্যৎ জীবনের সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

এবারের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৯ হাজার ৪১৩ জন। এদের মধ্যে মেয়ে ২৬ হাজার ৫৩১ জন। ছেলে ২২ হাজার ৮৮২ জন।