টিম ম্যানেজমেন্টের সমালোচনায় খালেদ মাহমুদ। চট্টগ্রামের পর ঢাকা টেস্টেও এক পেসার নিয়ে খেলার সিদ্ধান্ত ভুল ছিলো বলে জানিয়েছেন বিসিবি পরিচালক। যদিও তামিমের যুক্তি পরিকল্পনা অনুযায়ী উইকেট বানানো হয়নি। ঢাকা টেস্টের ভাগ্য মুশফিক-মিঠুনের জুটির ওপর নির্ভর করছে বলেও মত টাইগার ওপেনারের।
চট্টগ্রাম টেস্ট যেনো ফিরে এলো ঢাকায়। সাগরিকার দু:খ চলছে হোম অব ক্রিকেটে। সিরিজ বাঁচাতে গিয়ে টেস্টের দ্বিতীয় দিনই হোয়াইটওয়াশের শঙ্কায় টিম বাংলাদেশ।
প্রথমে নখদন্তহীন বোলিং অ্যাটাক। এরপর ব্যাটিংয়ে দৈন্যদশা। ব্যাটসম্যানদের ভুলেই বিপদে দল, সরল স্বীকারোক্তি তামিম ইকবালের।
তবে কেনো চাটগাঁ টেস্টের মতোই একাদশে এক পেসার? পরিকল্পনা অনুযায়ী উইকেট পাননি বলে অভিযোগ তামিমের। যদিও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে ভুল বলছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ।
কি হতে যাচ্ছে ঢাকা টেস্টের ভবিষ্যত? তবে কি উইন্ডিজের দ্বিতীয় সারির দলের কাছেই ধবল ধোলাই হতে হবে? আশার বাণী শোনাতে না পারলেও, ঢাকা টেস্টের ভাগ্য মুশফিক-মিঠুনের জুটির ওপরই ছেড়ে দিয়েছেন তামিম।
মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা থাকলেও এ ফরম্যাটের জন্য তাকেই সবচেয়ে বেশি যোগ্য মনে করেন তামিম।