প্রধানমন্ত্রীর কার্যালয়ে শূন্য পদসমূহে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কার্যালয়টি দুটি পদে মোট ১৫জনকে নেয়াগ দেবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা থাকলে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: গাড়িচালক ও অফিস সহায়ক।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ড্রাইভিং পদের জন্য প্রার্থীর তিন বছরের পূর্ব অভিজ্ঞতা ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী গাড়িচালক পদের জন্য বেতন ৯৭০০-২৩৪৯০ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য বেতন ৮২৫০-২০০১০ টাকা।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের জীবনবৃত্তান্ত নিম্নোক্ত ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে।
আবেদনের ঠিকানা: পরিচালক (প্রশাসন), প্রধানমন্ত্রীর কার্যালয়, পুরাতন সংসদ ভবন, তেজগাঁও, ঢাকা-১২১৫।
আবেদনের সময়সীমা: আগামী ৩১ অক্টোবর, ২০১৯ পর্যন্ত।