Home > আন্তর্জাতিক > প্রেমিকার সাহায্যে স্ত্রীকে খুন, রান্নাঘরেই কবর

প্রেমিকার সাহায্যে স্ত্রীকে খুন, রান্নাঘরেই কবর

স্ত্রীকে খুন করে রান্নাঘরেই পুঁতে রাখার অভিযোগ উঠেছে স্বামী ও প্রেমিকার বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী ও প্রেমিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের উত্তর দিনাজপুরের হেমতাবাদে এ ভয়াবহ ঘটনা ঘটে।

জানা গেছে, গ্রামে স্ত্রী অলিভিয়া পারভিনকে নিয়ে থাকতেন হানিফ। এরইমধ্যে শিলা ভৌমিক নামে একজনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন হানিফ। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। প্রতিদিনই এ নিয়ে ঝামেলা বাঁধত। সোমবার রাতে চরমে ওঠে দাম্পত্য কলহ।

অভিযোগ উঠেছে, পরকীয়ায় পথের কাঁটা সরাতে এরপরই প্রেমিকাকে নিয়ে স্ত্রীকে খুনের পরিকল্পনা করেন হানিফ। প্রেমিকা শিলা ভৌমিককে নিয়ে স্ত্রী অলিভিয়াকে খুন করে হানিফ। খুনের পর প্রমাণ লোপাট করতে দেহ পুঁতে দেয় রান্নাঘরেই। খুনের পর এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত মহম্মদ হানিফ ও প্রেমিকা শিলা ভৌমিক।

পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ। রান্নাঘরের মাটি খুঁড়ে উদ্ধার হয় নিহত অলিভিয়া পারভিনের দেহ। খুনের ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।