লেখাপড়া ও চলাফেরা নিয়ে শাসন করায় বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে নাটোরের এক স্কুলছাত্রী। নাটোর শহরের দক্ষিণ বড়গাছা এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে স্কুলছাত্রীটির মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে নাটোর সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন জানান, গত রাতে বাবা কামাল হোসেন তার মেয়ে ৭ম শ্রেণির ছাত্রী সাদেকুন নাহারকে লেখাপড়া ও চলাফেরা নিয়ে বকাঝকা করেন। ভোর রাতে সাদেকুনকে ঝুলন্ত অবস্থায় দেখে দ্রুত নাটোর সদর হাসপাতালে নেয়া হয়। এসময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পরে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।