প্রথমবারের মতো কোন ফ্রাঞ্জাইজি ক্রিকেট দলের কোচ হয়ে দুবাই যাচ্ছেন আফতাব আহমেদ। ‘বাংলা টাইগার্স’ এর কোচ হয়ে দুবাই যাচ্ছেন আফতাব। সবশেষ প্রিমিয়ার লিগে ছিলেন লিজেন্ডস অব রুপগঞ্জের হেড কোচ। তার অধীনে অল্পের জন্য শিরোপা পায়নি রুপগঞ্জ, লিগের শেষ ম্যাচ পর্যন্ত ছিলো শিরোপার দৌড়ে। তার আগে দুই মৌসুম ছিলেন মোহামেডান লিমিটেডের সহকারী কোচ। দুবাইয়ে এরই মধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে টি-টেন লিগের দুইটি আসর। তৃতীয় আসরে বাংলা টাইগার্স নামে থাকছে বাংলাদেশেরও একটি দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সিরাজউদ্দিন আলমগীরও এ দলের যৌথ মালিকানায় থাকছেন। সে দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন আফতাব আহমেদ। এর মাধ্যমে আফতাবের কোচিং ক্যারিয়ারের ডানায় আরও একটি পালক যুক্ত হলো। খেলোয়াড়ী জীবনে নিজের সীমাবদ্ধতা জেনে বুঝে ত্রিশ পার হতেই খেলোয়াড়ি জীবনে ইতি টেনে শুরু করেছেন কোচিং অধ্যায়। এবার নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন আফতাব।