নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে বিপিএলের সপ্তম আসর। এবার এর নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’ নামে। আগেই জানানো হয়েছে ৭ম বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে ৬ ডিসেম্বর। সেটিই আবারও স্মরণ করিয়ে দিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বিসিবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিপিএল ৬ ডিসেম্বর থেকেই শুরু হবে। এখনও সেই তারিখটাই স্থির আছে। আর এ জন্য ক্রিকেট বোর্ডের কাজও শুরু হয়ে গেছে ‘ বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘বিসিবির সিও সব দেখাশুনা করছেন। বিপিএলের জন্য যে হোমওয়ার্ক দরকার, তা শুরু হয়ে গেছে। পেপারওয়ার্কও শুরু হয়েছে।
এ কাজ শেষ হলেই শিগগিরই আমাদের যে পার্টনার বা স্পন্সর নেওয়ার কথা, তাদের সঙ্গে বসবো।’ জালাল ইউনুস বলেন, ‘আমরা আগেই বলেছি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ একটা স্পেশাল এডিশন। আর এটা একটা আসরেই হবে। এ টুর্নামেন্টে অংশগ্রহণ এবং স্পন্সরের জন্য আমরা যে বিজ্ঞাপন দিয়েছিলাম সেখানেও উল্লেখ করা আছে এ আসর একটিবারের জন্য হবে।’ মোট ছয়টি দল নিয়ে বঙ্গবন্ধু বিপিএল শুরুর পরিকল্পনা প্রায় চূড়ান্ত করেছে বিসিবি। সেই প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘টুর্নামেন্টের ফরম্যাট আগে যেমন ছিল এবারো প্রায় তাই থাকছে। একাদশে চারজন বিদেশি খেলোয়াড় রাখার আগের সিদ্ধান্ত এবারও রাখা হচ্ছে।’