Home > আন্তর্জাতিক > কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়ানোকে তুরস্ক তার দায়িত্ব মনে করে: তুর্কি পার্লামেন্টের স্পিকার

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়ানোকে তুরস্ক তার দায়িত্ব মনে করে: তুর্কি পার্লামেন্টের স্পিকার

গতকাল মঙ্গলবার চলতি বছর পার্লামেন্টের তৃতীয় অধিবেশন উদ্বোধনকালে তুর্কি পার্লামেন্টর স্পিকার এ মন্তব্য করেন। এ সময় তিনি তুরস্কের স্বাধীনতা আন্দোলনে ভারতীয় মুসলমানদের সহায়তার কথা স্মরণ করে বলেন, ভারতীয় মুসলমানদের বন্ধুত্বের কথা তুরস্ক ভুলে যায়নি।

তুরস্কের পার্লামেন্টের স্পিকার মোস্তাফা সেনতপ বলেছেন, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়ানোকে তুরস্ক তার দায়িত্ব বলে মনে করে।

৫ আগস্ট থেকে জম্মু-কাশ্মীর গোটা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। ওই দিন ভারত সরকার মুসলিম সংখ্যাগুরু এই রাজ্যের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে। ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে রাজ্যটিকে বিশেষ স্বায়ত্তশাসন দেয়া হয়েছিলো।

মর্যাদা বাতিলের পর হাজার হাজার কাশ্মীরীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সেখানকার শীর্ষস্থানীয় রাজনীতিক, এক্টিভিস্ট, সাধারণ মানুষ ও শিশু-কিশোর রয়েছে।

ভারত ও পাকিস্তান কাশ্মীর অঞ্চল আংশিকভাবে নিয়ন্ত্রণ করলেও দুই দেশই পুরো অংশ দাবি করে। এর এক চিলতে ভূমি চীনও নিয়ন্ত্রণ করছে। কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তান দুটি যুদ্ধ হয়েছে।