Home > অর্থনীতি > আন্তর্জাতিক ক্রাউডফানড প্লাটফর্মে যুক্ত হলো বাংলাদেশের চামড়া শিল্পকর্ম

আন্তর্জাতিক ক্রাউডফানড প্লাটফর্মে যুক্ত হলো বাংলাদেশের চামড়া শিল্পকর্ম

বাংলাদেশ ও জাপানের সহযোগিতায় তৈরি চামড়া শিল্পকর্ম “জিলানীয়ে এ ফেয়ার ব্রান্ড” সম্মিলিত ভাবে বাংলাদেশের (ওয়ালও গ্লিম) ও জাপানের (৪র্থ এভিনিউ) এই দুই কোম্পানির উদ্যোক্তারা মিলে কিকস্টারটার নামক আন্তরজাতিক ক্রাউডফানড প্লাটফরম এ অন্তর্ভুক্ত হয়েছেন। এটি নতুন উদ্যোক্তাদের জন্য নতুন একটি মাধ্যম যেখানে তারা তাদের প্রোজেক্ট উপস্থাপন করে লক্ষ ঠিক করেন এবং “জিলানীয়ে” পুরপুরি $১0000 পেতে সক্ষম হএছেন ।

এই ব্যবশ্যায়ের ধরন কেবলমাত্র জাপান ও বাংলাদেশের কারিগর ,কর্মী, এবং কম্পানিগুলোর মধ্যে মুনাফা ১/৫ সমানভাবে বণ্টন করা হবে।

হেমায়েতপুর ঢাকা সাভার থেকে তারা মহিষের চামড়া সংগ্রহ করে থাকেন, সাইনবোর্ড ঢাকা এলাকায় তারা একটি ছোট ওয়ার্কশপ পরিচালনা করে থাকেন ।

পরিশেষে, এই উদ্যোক্তারা তাদের কারিগরের ছবি চাবির রিং এ এম্বুশ করে থাকেন, এতে করে জানা জায় বেগটি কে বানিএছেন ।