Home > 'কোভিড-১৯' সর্বশেষ আপডেট > ভ্যাকসিনের ফলাফল উৎসাহব্যঞ্জক, লকডাউন দরকার নেই

ভ্যাকসিনের ফলাফল উৎসাহব্যঞ্জক, লকডাউন দরকার নেই

করোনাভাইরাস নিয়ন্ত্রণে আর লকডাউন প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সরকারি বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, শিগগিরই বিশ্ব একটি ভ্যাকসিন পাবে, যা মহামারীর অবসান ঘটাবে। ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষার ফলাফল উৎসাহব্যঞ্জক। যুক্তরাষ্ট্রে এখন সংক্রমণের হার সবচেয়ে বেশি ক্যালিফোর্নিয়া ও টেক্সাস অঙ্গরাজ্যে। ফাউসির কাছে প্রশ্নছিল, ওই দুই এলাকায়ও কি লকডাউনের প্রয়োজন নেই? তিনি বলেন,‘আমি মনে করি না, আমরা লকডাউনে ফিরে যাওয়ার বিষয়ে আর কথা বলব।’

করোনাভাইরাস আক্রান্ত ও মৃত্যু উভয় দিক দিয়েই বিশ্বের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রাণহানির সংখ্যা এক লাখ ২০ হাজারের বেশি। করোনাভাইরাস ছড়ানোর মূলকেন্দ্র হয়ে ওঠা নিউইয়র্ক ও নিউজার্সি যেখানে তাদের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে পেরেছে, সেখানে ২০টি অঙ্গরাজ্যে সংক্রমণ বাড়তে দেখা যাচ্ছে। স্কুল কখন আবার চালু করা উচিত? এ প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিসের পরিচালক ফাউসি দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় স্থানীয়করণ পদ্ধতির ওপর জোর দেয়ার কথা বলেন। যেখানে করোনাভাইরাস সংক্রমণের ঘটনা নেই সেখানে স্কুল খুলে দিতে কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেন তিনি। যেসব অঞ্চলে সংক্রমণ এখনো চলছে, সেখানে অপেক্ষা করতে বলেছেন তিনি।