Home > অন্যান্য > ফিচার > পিরিজপুর এগ্রো ফার্মের ড্রাগন যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে

পিরিজপুর এগ্রো ফার্মের ড্রাগন যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে

রাজশাহীর গোদাগাড়ীতে ড্রাগন চাষে কৃষকেরা আগ্রহ প্রকাশ করেছেন, আগামীতে এ বরেন্দ্রের পোড়া মাটিতে ড্রাগণ চাষ আরো বেশী পরিমান জমিতে চাষ করা হবে, বরেন্দ্র এলাকার মাটি ও আবহাওয়া ড্রাগন চাষের জন্য উপযোগি, দীর্ঘ সময় ফল দেয়, উপজেলার মাটিকাটা ইউনিয়নের পিরিজপুর এলাকায় ৫ বিঘা জমিতে ড্রাগন চাষ করেছে পিরিজপুর এগ্রো ফার্ম, বসন্তপুর এলাকায় ১০ বিঘা জমিতে ড্রাগন চাষ করেছেন হেদায়েতুল ইসলাম।

প্রায় ২০ বিঘা জমিতে ড্রাগণ চাষ হয়েছে বলে জানান, গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম। তিনি আরও বলেন, ড্রাগন একটি উচ্চ মূল্যের সুস্বাদু বিদেশি ফল। এই ফল ঔষধি গুণসম্পন্ন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা মানুষের শরীরের জন্য ভালো। একবার লাগানো হলো প্রায় ১৫-২০ বছর ফল দেয়। পানি কম লাগে। বরেন্দ্র অঞ্চলে চাষের উপযোগী। বরেন্দ্র অঞ্চলে যেহেতু পানির সংকট রয়েছে তাই ড্রাগন ফলের চাষ এই এলাকার জন্য একটি অন্যতম সম্ভাবনাময় ফসল হিসেবে চাষ করা যেতে পারে। কৃষি বিভাগ বরেন্দ্র অঞ্চলে ড্রাগন ফলের সম্প্রসারনে কৃষকদের পরামর্শ এবং সহযোগিতা করে যাচ্ছে।