পাওয়া গেছে একটি মৃতদেহ। আত্মহত্যা করেছেন একজন তরতাজা যুবক। অনেক সময় এ ধরনের ঘটনায় মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায় না। কিন্তু এই যুবকের ক্ষেত্রে ঘটেছে ভিন্ন ঘটনা।
একজন বা দুইজন নয়, সাতজন নারী নিজেকে এই ব্যক্তির স্ত্রী দাবি করে মৃতদেহ নিয়ে যেতে চেয়েছেন।
গত রোববার বিষপানে আত্মহত্যা করেন পবন কুমার নামে ওই যুবক। ভারতের হরিদ্বারের রবিদাস বস্তির বাসিন্দা পবন পেশায় গাড়িচালক।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে প্রচণ্ড আর্থিক সমস্যায় ভুগছিলেন পবন কুমার। সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
কিন্তু নাটকের তখনও বাকি ছিল। একের পর এক সাতজন নারী থানায় এসে নিজেকে পবন কুমারের স্ত্রী বলে দাবি করেন। তাদের প্রত্যেকেরই দাবি পবনের আরও স্ত্রী আছে, তা তারা জানতেন না।
এখন বিব্রত পুলিশ তদন্ত শুরু করেছে কে পবনের আসল স্ত্রী।