ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী পাশের ঘরে টিভি দেখতে যাচ্ছিল । এ সময় জাকির হোসেন নামের এক পিয়ন স্কুলছাত্রীকে উঠান থেকে তুলে নিয়ে ধরে ধর্ষণ করে। পরে ছাত্রীর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে ধর্ষক জাকির পালিয়ে যায়।
গেল রোববার রাতে নোয়াখালীর সোনামুড়ী উপজেলার নদন ইউনিয়নে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পিয়ন জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পিয়ন জাকির হোসেন উপজেলার নদনা ইউনিয়নের শকতোলা গ্রামের জালাল আহমেদের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
গতকাল বুধবার সকালে এ ঘটনায় থানায় মামলা করেছে স্কুলছাত্রীর পরিবার। দুপুরে ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল বলেন, অভিযুক্ত জাকির সোনাইমুড়ি উপজেলা পরিষদ কার্যালয়ের অস্থায়ী পিয়ন। জাকির দৈনিক হাজিরাভিত্তিক চতুর্থ শ্রেণির কর্মচারী।
এ ঘটনায় জাকিরকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ। বুধবার সকালে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়।