Home > জাতীয় > সারাদেশ > কলেজের ১০০ গজের মধ্যে সিগারেট বিক্রি, ৩ দোকানকে জরিমানা

কলেজের ১০০ গজের মধ্যে সিগারেট বিক্রি, ৩ দোকানকে জরিমানা

৩টি দোকানকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে সিগারেট ও তামাকজাত পণ্য বিক্রি করায়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে সিটি ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে বুধবার (২ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

চসিক সূত্র জানা গেছে, বাকলিয়া থানাধীন পূর্ব বাকলিয়া কেবি আমান আলী রোডে নালা ও রাস্তার জায়গা থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

একই অভিযানে শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে সিগারেট ও তামাকজাত দ্রব্য বিক্রির দায়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর অপরাধে বড় কবরস্থানসংলগ্ন শাহ মজিদিয়া আলিম মাদ্রাসার পাশের দোকান শাহ মজিদিয়া নিউ মালঞ্চকে ১ হাজার, নাবিল স্টোরকে ৫০০ ও বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনের দোকান তাহের স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়।