Home > জাতীয় > সারাদেশ > ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে ধূমপান করায় এক ব্যক্তিকে ৩০০ টাকা অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে ধূমপান করায় এক ব্যক্তিকে ৩০০ টাকা অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় প্রকাশ্যে ধূমপান করায় এক ব্যক্তিকে ৩০০ টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রকাশ্যে সিগারেট সাজিয়ে রাখায় অন্য এক ব্যক্তিকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে এই রায় দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ সকালে কসবা উপজেলা পরিষদ এলাকায় এক ব্যক্তি প্রকাশ্যে ধূমপান করছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত ওই ব্যক্তিকে ৩০০ টাকা জরিমানা করেছেন।

এ ছাড়া একই দিনে কসবা রেলওয়ে স্টেশন এলাকায় ‘সাত্তার স্টোর’-এ প্রকাশ্যে সিগারেট সাজিয়ে রাখার জন্য এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও মাসুদ উল আলম সাজার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।