Home > অন্যান্য > স্ত্রীর ঘুমের জন্য ৬ ঘণ্টা বিমানে দাঁড়িয়ে থাকলেন স্বামী!

স্ত্রীর ঘুমের জন্য ৬ ঘণ্টা বিমানে দাঁড়িয়ে থাকলেন স্বামী!

এবার স্ত্রীর প্রতি ভালোবাসার এক অনন্য নজির গড়েছেন এক স্বামী। বিমানের ভেতরে স্ত্রী যেন আরামে ঘুমাতে পারেন সেজন্য প্রায় ছয় ঘণ্টা আসন ছেড়ে দাঁড়িয়ে থাকলেন ওই স্বামী।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ছবি পোস্ট করা হয়। কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। লোকজন সেখানে নানা ধরনের মন্তব্য করেছেন।
ওই ছবিতে দেখা যায়, বিমানের সিটের মধ্যে ঘুমিয়ে আছেন এক নারী। আর তার পাশেই এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন।

এদিকে স্ত্রীর জন্য স্বামীর এভাবে দাঁড়িয়ে থাকার বিষয়টিকে অনেকে ভালোবাসা হিসেবেই দেখলেও আবার অনেকে ভালোভাবে নেননি। একজন লিখেছেন, এটা যদি ভালোবাসা হয়, তবে আমি একাই থাকব।

অপর একজন লিখেছেন, এটা ভালোবাসা নয়, স্বার্থপরতা। অনেকেই আবার এ ঘটনাকে সিনেমার সঙ্গে তুলনা করেছেন। লিখেছেন, এটা দেখতে টাইটানিকের রোজ এবং জ্যাকের অবস্থার মতো লাগছে।

আবার অনেকেই বলছেন, এই ঘটনা মিথ্যা। কারণ বিমানে ৫ মিনিটের জন্যও এভাবে দাঁড়িয়ে থাকা যায় না। সেখানে কাউকে ৬ ঘণ্টা কীভাবে দাঁড়িয়ে থাকতে দেয়া হলো?

তবে যে যাই বলুক ছবিটিতে এটা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, এই ব্যক্তি তার স্ত্রীকে ভীষণ ভালোবাসেন। স্ত্রীর যেন কোনো অসুবিধা না হয় সেজন্য তিনি অল্প সময়ের জন্যও তার আসনে বসেননি।