Home > অন্যান্য > বন্যার পানিতে প্রেমে মজেছেন দম্পতি, ভিডিও ভাইরাল

বন্যার পানিতে প্রেমে মজেছেন দম্পতি, ভিডিও ভাইরাল

গঙ্গা ও যমুনা নদীর পানির স্তর বেড়ে যাওয়ায় ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলায় বন্যা হয়েছে। বাড়িতে বন্যার পানি প্রবেশ করায় সমস্যায় পড়েছে সাধারণ মানুষ।

বাড়িতে বন্যার পানি ঢুকে পড়ায় সবাই যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে ব্যস্ত, সে সময় বন্যার পানিতে আনন্দ মেতেছেন এক দম্পতি।

বাড়িতে ঢুকে পড়া বন্যার পানির মধ্যেই মেতেছেন ওই দম্পতি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, দম্পতির বাড়িতে কোমর পানি। সেই পানিতে দাঁড়িয়েই প্রেমে মজেছেন তারা। পানি নিয়ে ছুড়ছেন একে অন্যের দিকে। প্রেমের পাশাপাশি বন্যার পানিতেই স্ত্রীকে সাঁতারের কৌশল শেখাচ্ছেন স্বামী।

তবে কোন অঞ্চলে এই  ঘটনা ঘটেছে তা সঠিক ভাবে জানা যায়নি।