Home > জাতীয় > সারাদেশ > রড সিমেন্টের গোডাউন থেকে ৫ টন পেঁয়াজ জব্দ

রড সিমেন্টের গোডাউন থেকে ৫ টন পেঁয়াজ জব্দ

হাটহাজারী পৌরসভার পুড়াহাট এলাকায় একটি রড সিমেন্টের গোডাউনে অভিযান চালিয়ে ৫ টন পেঁয়াজ জব্দ করেছে উপজেলা প্রশাসন। পেঁয়াজের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি লাভের আশায় এসব পেঁয়াজ মজুদ করা হয়েছিলো।

পেঁয়াজের ঝাঁজে চোখের পানিতে সাধারণ মানুষ দিশেহারা। ভারত পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার পরদিনই চট্টগ্রামের খাতুনগঞ্জে অবিশ্বাস্যভাবে বেড়েছে পেঁয়াজের দাম। প্রতি কেজিতে বেড়েছে ৩৫-৪০ টাকা পর্যন্ত। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

মজুতের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বুধবার (২ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে আমির হোসেনের মালিকানাধীন ওই গোডাউনে অভিযান চালান তিনি।

হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, অভিযানে পাঁচ টন পেঁয়াজ জব্দ করা হয়েছে। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি লাভের আশায় পেঁয়াজ মজুত করা হয়েছিল বলে স্বীকার করেছেন গোডাউনের মালিক আমির হোসেন।

তিনি জাগো নিউজকে বলেন, পেঁয়াজের মূল্যবৃদ্ধির আভাস পেয়েই গত ১১ সেপ্টেম্বর ভারত থেকে আনা প্রায় পাঁচ টন পেঁয়াজ রড-সিমেন্টের গোডাউনে অবৈধভাবে মজুত রেখেছিলেন ব্যবসায়ী আমির হোসেন। তবে কি দামে তিনি এ পেঁয়াজ কিনেছিলেন তার কাগজপত্র পাওয়া যায়নি। অভিযানে ব্যবসায়ী আমির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।