Home > আন্তর্জাতিক > অবৈধভাবে ভারতে গিয়ে ধর্ষণের শিকার বাংলাদেশি নারী

অবৈধভাবে ভারতে গিয়ে ধর্ষণের শিকার বাংলাদেশি নারী

বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এক নারী। কিন্তু সেখানে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো তাকে। পশ্চিমবঙ্গের বনগাঁয় দালালদের লালসার শিকার হয়েছেন ওই বাংলাদেশি নারী।

মাসখানেক আগে বাংলাদেশ থেকে কাজের খোঁজে অবৈধভাবে বনগাঁয় গিয়েছিলেন ওই নারী। সেখান থেকে তিনি চলে যান গুজরাটের সুরাটে। সেখানে কাজের পরিস্থিতি খারাপ হওয়ায় দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি। সে কারণে আবারও বনগাঁয় ফিরে যান তিনি।

এদিকে, কোনও বৈধ কাগজপত্র না থাকায় সীমান্ত পার করানোর জন্য বনগাঁর নরহরিপুরের দুই দালালের সঙ্গে যোগাযোগ করেন ওই তরুণী। সীমান্ত পার করে দেওয়ার জন্য চুক্তিও হয় তাদের মধ্যে।

কয়েক দিনের মধ্যেই তাকে চোরাপথে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা জানানো হয়। এই সময়টায় তিনি ওই দালালদের আশ্রয়েই ছিলেন। সেই সুযোগেই ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে ওই দুই দালালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

পেট্রাপোল থানায় গিয়ে পুরো ঘটনা জানান ওই নারী। এরপরেই ওই বাংলাদেশি তরুণীকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্ত ওই দুই দালালকে এখনও আটক করা সম্ভব হয়নি।