Home > খেলাধুলা > টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ান ওপেনারের বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ান ওপেনারের বিশ্বরেকর্ড

১৪৮ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো দলের পুঁজিও যদি এমন হয়, তবে সেটাকে জেতার জন্য যথেষ্টই বলা যায়। আর এই রানটা যদি কোনো ব্যাটসম্যান একাই করেন? টি-টোয়েন্টিতে কিছুটা অবিশ্বাস্যই মনে হবে।

হ্যাঁ, অবিশ্বাস্য এক ইনিংসই খেলেছেন অস্ট্রেলিয়ান নারী দলের ওপেনার অ্যালিসা হিলি। সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ৬১ বলেই তিনি করেছেন ১৪৮ রান! যেটি কিনা নারী টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড, কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ।

অ্যালিসা পেছনে ফেলেছেন তারই সতীর্থ ম্যাগ লেনিংকে। গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে লেনিংয়ের হার না মানা ১৩৩ রানের ইনিংসটি ছিল এতদিন নারী টি-টোয়েন্টিতে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ।

১৪৮ রানের বিধ্বংসী ইনিংসে ১৯টি চারের সঙ্গে ৭টি ছক্কা হাঁকিয়েছেন হিলি। সেঞ্চুরি তুলে নেন মাত্র ৪৬ বলে। সিডনিতে তার দানবীয় ইনিংসে ভর করেই ২ উইকেটে ২২৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া।

জবাবে ৯৪ রানেই ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া ম্যাচটি জিতেছে ১৩২ রানের বিশাল ব্যবধানে। তাতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে লঙ্কানরা।

নারী-পুরুষ মিলিয়ে হিলির ইনিংসটি টি-টোয়েন্টির চতুর্থ সর্বোচ্চ। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ইনিংসের মালিক অস্ট্রেলিয়ারই অ্যারন ফিঞ্চ। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রানের এক ইনিংস খেলেন ফিঞ্চ।

দ্বিতীয় অবস্থানে আছেন আফগানিস্তানের হযরতউল্লাহ জাজাই। গত ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬২ রান করেন তিনি। আর তিন নম্বর জায়গাটিও ফিঞ্চের দখলে। ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে অসি ওপেনার খেলেছিলেন ১৫৬ রানের ইনিংস।