Home > জাতীয় > আওয়ামী লীগের নতুন নেতৃত্বে কারা আসছেন জানালেন কাদের

আওয়ামী লীগের নতুন নেতৃত্বে কারা আসছেন জানালেন কাদের

চলতি বছরের শেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন। আয়োজিত এই সম্মেলনের মাধ্যমে দলে আসতে পারে বড় পরিবর্তন এমনই গুঞ্জন এরই মধ্যে শোনা যাচ্ছে। তবে নতুন নেতৃত্বে কাদের সম্ভাবনা বেশি এই নিয়ে কথা বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসন্ন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন নিয়ে কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, উজ্জ্বল ভাবমূর্তির নেতারাই এবার সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের নির্বাহী কমিটির নেতৃত্বে আসবে।

মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলা কমিটির সম্মেলন আগে হবে বলেও জানান মন্ত্রী।