জাতীয় দলের হয়ে একের পর এক খেলা থাকায় সহসা অবসর মেলে না কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলার পর এবার যেন একখণ্ড অবসর মিলল তার।
এই অবসরে হঠাৎ তার দেখা মিলল বাড়ির পাশে পুকুর পাড়ে। মোস্তাফিজকে দেখতে সেখানেও ভিড়। মাঠে বোলিংয়ের মতো বড়শিতেও সফল বাংলাদেশ ক্রিকেটের অন্যতম পোস্টার বয়। তার বড়শিতে আটকা পড়া ১২ কেজি ওজনের পাঙাশ মাছ দেখতে হুমড়ি খেয়ে পড়েছিল দশনার্থীরা।
মঙ্গলবার দুপুরে এমনই এক অনানুষ্ঠানিক মাছ শিকারের আসর বসেছিল সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামে। এই গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলামের পুকুরে মাছ ধরার আমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন মোস্তাফিজ। দলবল নিয়ে দিব্যি মাছ ধরতে ছিপ ফেললেন তিনি। কাটার মাস্টারের বড়শির টোপ খেয়ে হজম করতে পারেনি ১২ কেজি ওজনের পাঙাশ মাছটি।
একটি দুটি নয়, বেশ কয়েকটি পাঙাশ ছাড়াও পাঁচ থেকে আট কেজি পর্যন্ত রুই-পাঙাশ ধরে দশনার্থীদের মাতিয়ে তোলেন মোস্তাফিজ।
তার মৎস্য বিলাসের খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় চারদিকে। তাকে শুভেচ্ছা জানাতে আসেন তালার ইউএনও ইকবাল হোসেন ও পুলিশের একটি টিম।