ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বিশাখাপত্তমে খেলছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের দুই ওপেনার রোহিত শর্মা এবং মায়াঙ্ক আগারওয়ালের দুর্দান্ত ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা করেছে কোহলিরা। ক্যারিয়ারে মাত্র ২৭ টি টেস্ট খেলা রোহিত প্রথমবারের মতো ওপেনিংয়ে নেমেই তুলে নিয়েছেন শতক। তবে বৃষ্টিতে থমকে রয়েছে ম্যাচ।
বুধবার ব্যাটিং সহায়ক উইকেটে বিশাখাপত্তনমে প্রথম টেস্টে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। টিম ম্যানেজমেন্টকে ভরসা জুগিয়ে ওপেনার হিসেবে অভিষেক টেস্টের শুরুটা দুর্দান্ত করেন হিটম্যান। আগ্রাসী মেজাজে ধরা দিয়ে প্রথম সেশনেই অর্ধশতরান পূর্ণ করে ফেলেন রোহিত। ৫টি চার ও ২টি ছয়ের সাহায্যে লাঞ্চে ৫২ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে ময়াঙ্কের অপরাজিত ৩৯ রানে ভর করে প্রথম সেশনে বিনা উইকেটে ৯১ রান তোলে টিম ইন্ডিয়া।
অন্যদিকে শতরানের দিকে এগিয়ে চলা আরেক ওপেনার ময়াঙ্ক অপরাজিত ৮৪ রানে। মন্দ আলোর জন্য নির্ধারিত সময়ের খানিক আগেই দ্বিতীয় সেশনের সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিকদের হারিয়ে এসেছে বিরাট কোহলির দল। দুই ম্যাচের টেস্ট সিরিজটিতে জেসন হোল্ডারের দলকে হোয়াইটওয়াশ করেছে ভারত। ১২০ পয়েন্ট নিয়ে আইসিসি চ্যাম্পিয়নশিপের টেবিলে শীর্ষে আছে ভারত।