পিঠের চোটের কারণে নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার খেলার সম্ভাবনা নেই।
গত বছর এশিয়া কাপে চোটটা প্রথমবার পেয়েছিলেন পান্ডিয়া। এরপর বেশ কিছুদিন ক্রিকেট থেকে বিশ্রামে ছিলেন তিনি। সম্প্রতি দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হওয়া টি-টোয়েন্টি সিরিজে পিঠের নিচের অংশে ফের ব্যথা অনুভব করেন এই পেস অলরাউন্ডার।
চিকিৎসার জন্য বুধবার ইংল্যান্ড যাচ্ছেন পান্ডিয়া। পিটিআইকে বিসিসিআইয়ের এক অফিসিয়াল বলেছেন, ‘চিকিৎসার জন্য বুধবার পান্ডিয়া ইংল্যান্ড যাচ্ছে। এশিয়া কাপে চোটের পর যে ডাক্তারের থেকে পরামর্শ নিয়েছিল, ফের তার কাছেই সে যাচ্ছে।’
‘অবশ্যই সে বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলছে না। তবে কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, সেটা পরিষ্কার করে বলা যাচ্ছে না। সে ইংল্যান্ড থেকে ফেরার পরই এ ব্যাপারে আমরা জানতে পারব’- যোগ করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, পান্ডিয়ার পিঠে অস্ত্রোপচার করা লাগতে পারে। সেক্ষেত্রে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।
আগামী ৩ নভেম্বর দিল্লিতে শুরু হবে ভারত-বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর দুটি টেস্ট খেলবে দুই দল।