মাদারীপুরের কালকিনিতে ভাড়াবাসা থেকে মালিহা আক্তার (১৭) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মালিহা কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের কানুরগাঁও গ্রামের মানিক বেপারীর মেয়ে। সে কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছিল।
কালকিনি থানা পুলিশের ওসি মোফাজ্জেল হোসেন জানান, মালিহা বুধবার বিকালে তার মামাবাড়ি থেকে কালকিনি শহরে মায়ের বাসায় আসে। তার মা ওই বাসা থেকে দ্বিতীয় স্বামীর বাড়িতে গেলে মেয়েটি একাই ছিল।
গত দুইবার এসএসসি পরীক্ষা দিয়েও পাস করতে পারেনি সে। তার আত্মহত্যার পেছনে পরীক্ষায় ফেল করা নাকি অন্য কোনো কারণ রয়েছে সেটি আমরা তদন্ত করে দেখছি।
তবে এই ঘটনায় মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার সন্দেহে রাকিব বেপারী নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান ওসি।