ভারতের উত্তর ২৪ পরগনার স্বরুপনগরের খাঁ পাড়ায় ঝিকড়া নামের সাড়ে ৩ মাসের এক শিশুকে আছড়ে মেরে ফেলেছেন তার বাবা। শিশুটির একটাই দোষ, তার গাঁয়ের রং কালো।
জানা যায়, বছর তিনেক আগে সোনিয়ার সাথে বিয়ে হয় মনিরুলের। মেয়ের বিয়েতে মনিরুলের চাহিদা মত যৌতুক দিয়েছিলেন সোনিয়ার বাবা। কিন্তু বিয়ের পর মনিরুল আরও টাকার জন্য স্ত্রীর ওপর চাপ তৈরি করতে থাকে। বাপের বাড়ি থেকে টাকা এনে না দেয়ায় সোনিয়াকে বিভিন্নভাবে নির্যাতন শুরু করে মনিরুল।
এরপর সোনিয়ার কোলে কন্যা সন্তান জন্ম নিলে ঘটনা অন্যদিকে মোড় নেয়। একে তো কন্যা সন্তান তাও আবার গাঁয়ের রং কালো। বিষয়টা কোনভাবেই মেনে নিতে পারছিল না মনিরুল। এরই জের ধরে গতকাল শনিবার মনিরুল আর সোনিয়ার মাঝে তুমুল ঝগড়াঝাটি হচ্ছিল।
তারই এক পর্যায়ে রাগের মাথায় আড়াই মাসের সন্তানকে আছাড় মারে মনিরুল। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু ঝিকড়া।
কান্নাজড়িত কণ্ঠে সোনিয়া জানান, ‘আমার কেন মেয়ে হলো এই নিয়ে মনিরুল আমাকে প্রায়ই মারধর করতো। গতকালও আমাকে মারতেছিল, এক পর্যায়ে আমার কোল থেকে মেয়েটিকে নিয়ে আছাড় মাড়ে সে। আমি আমার মেয়েটিকে বাঁচাতে পারলাম না।’
পুলিশ জানায়, এই মর্মান্তিক ঘটনার পর মনিরুল নিহত মেয়েটিকে নিয়ে হাসপাতালে যায়। উদ্দেশ্য ছিল বিষয়টা ধামাচাপা দেয়া। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। গ্রামবাসী পুলিশে খবর দিলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছেও মনিরুলকে পায়নি। পুলিশ পৌঁছানোর আগেই মা-বাবাকে নিয়ে পালিয়ে যায় মনিরুল।
পুলিশ জানায়, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুব শিগগিরই মনিরুলকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।