Home > বিশেষ সংবাদ > মমতাজকে নিয়ে অশালীন স্ট্যাটাস দেয়ায় সর্বনাশ হলো যুবকের

মমতাজকে নিয়ে অশালীন স্ট্যাটাস দেয়ায় সর্বনাশ হলো যুবকের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম জনপ্রিয় সংগীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমকে নিয়ে ফেসবুকে অশালীন স্ট্যাটাস দেয় মাছুম বিল্লাহ নামের এক যুবক। এ ঘটনায় সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (৮ মার্চ) রাতে সাতক্ষীরার শ্যামনগরের পশ্চিম কৈখালী গ্রাম থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘গ্রেফতার যুবকের নাম মাছুম বিল্লাহ। তিনি শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের বাসিন্দা। তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।’ সিঙ্গাইর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান প্রথমে এই স্ট্যাটাসটি দেখতে পান। পরে গত বৃহস্পতিবার তিনি বাদী হয়ে মানিকগঞ্জের সিঙ্গাইর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মমতাজ বেগমের পক্ষে একটি মামলা করেন। ওই মামলার প্রেক্ষিতে রোববার সাতক্ষীরা থেকে মাছুম বিল্লাহকে গ্রেফতার করে পুলিশ।