Home > আন্তর্জাতিক > নরেন্দ্র মোদিকে ডান্ডা দিয়ে মারবেন যুবকরা : রাহুল গান্ধী

নরেন্দ্র মোদিকে ডান্ডা দিয়ে মারবেন যুবকরা : রাহুল গান্ধী

‘গু’লি মারো’ মন্তব্য নিয়ে তী’ব্র চাপানউতোর চলছে দেশের রাজনীতিতে। আন্দো’লনকারীদের বি’রু’দ্ধে বিজেপির শীর্ষ নেতা অনুরাগ ঠাকুরের এই মন্তব্যের জন্য সংসদে ও সংসদের বাইরে শাসক দলকে যথেষ্ট চা’পের মুখে পড়তে হয়েছে।

এ বার তার পা’লটা দিতে গিয়ে আর এক বিত’র্কিত মন্তব্য করে ফেললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার দাবি, দেশে বেকারত্বের সম’স্যা নিয়ে নীরব থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ডান্ডা’ দিয়ে মা’রবে দেশের যুব সম্প্রদায়।

 

বুধবার দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে একটি জনসভায় রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী এখন বক্তৃতা দিয়ে বে’ড়াচ্ছেন। কিন্তু আর ৬ মাস পর তিনি আর বাড়ি থেকে বেরোতে পারবেন না। দেশের যুব সম্প্রদায় তাকে লাঠি দিয়ে মা’রবে এবং বুঝিয়ে দেবে যে চাকরি পায়নি বলেই তারা দেশের উন্নতি ঘটাতে পারেনি।’

যুব সম্প্রদায়ের চাহিদা পূরণে সরকারের বি’রু’দ্ধে ব্য’র্থতার অভিযোগ এনে রাহুল বলেন, ‘৪৫ বছরে সবচেয়ে শীর্ষে গিয়েছে দেশের বেকা’রত্বের হা’র। কিন্তু এই নিয়ে বাজেটে বা রাষ্ট্রপতির ভাষণে কিছু বলেননি নরেন্দ্র মোদি বা নির্মলা সীতারমন।’

এ দিনই প্রধানমন্ত্রীকে এক’হাত নিয়ে রাহুল গান্ধী বলেছেন, যুব সম্প্রদায় চাকরি পাক, মোদি এটা চান না। কারণ তার রাজনীতিতে অক্সিজেন হিসেবে কাজ করে যুব সম্প্রদায়। জাতীয়বাদ নিয়ে শিক্ষা দেওয়ার কোনও প্রয়োজন নেই প্রধানমন্ত্রীর। বরং তিনি কেন যুব সম্প্রদায়কে চাকরি দিতে পারছেন না, তার ব্যাখ্যা দিন।’