Home > আন্তর্জাতিক > মায়ের আশীর্বাদ আছে, তাই করোনায় হিন্দুদের কিছুই হয় না: দিলীপ

মায়ের আশীর্বাদ আছে, তাই করোনায় হিন্দুদের কিছুই হয় না: দিলীপ

ভ’য়াবহ সংক্রামক ব্যাধি করোনা ভাইরাসে কাপছে পুরো বিশ্ব। ইতিমধ্যেই করোনা হানা দিয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। ভারতের কেরালায় নতুন আক্রান্তের সংখ্যা ছয়।

গতকাল মঙ্গলবার কর্নাটকে তিনজনের শরীরে ভাইরাসের খোঁজ পাওয়া গেছে। পুনেতে দু’জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তিন রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ১১। সব মিলিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬। এরই মধ্যে করোনা নিয়ে নতুন বিতর্ক ছড়ালেন ভারতের ক্ষমতাসীন বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি দিলীপ ঘোষ।

তিনি বলেন, “সারা দুনিয়ায় দেখুন করোনা ভাইরাসের ভয়ে বাইরে কেউ বের হচ্ছেন না। কোটি কোটি লোক ঘরের মধ্যে বন্দি। চাঁদ-সূর্যে পৌঁছে যাচ্ছে যারা, তারা বাড়ির বাইরে পা রাখছে না। আমাদের দেখুন, আমরা একসঙ্গে জল খাছি, সেই হাতেই প্রসাদ খাচ্ছি। আমাদের কিছু হবে না, মায়ের আশীর্বাদ রয়েছে। এর থেকে ডেঙ্গু-ম্যালেরিয়াতে বেশি মানুষ মারা যায়।”