Home > আন্তর্জাতিক > করোনা রোগীদের সেবায় প্রাণ হারানো ডাক্তার ও নার্সদের ‘শহীদ’ ঘোষণা করলো ইরান
Iranian President Hassan Rouhani speaks with media in a joint press conference with his Austrian counterpart Heinz Fischer after their meeting at the Saadabad Palace in Tehran, Iran, Tuesday, Sept. 8, 2015. Iran's president said on Tuesday that his country is ready to hold talks with the United States and Saudi Arabia on ways to resolve Syria's civil war, providing such negotiations can secure peace and democracy in conflict-torn Syria. (AP Photo/Ebrahim Noroozi)

করোনা রোগীদের সেবায় প্রাণ হারানো ডাক্তার ও নার্সদের ‘শহীদ’ ঘোষণা করলো ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে মেডিক্যাল টিমের যেসব সদস্য মারা গেছেন তারা শহীদ হিসেবে গণ্য হবেন। আজ (মঙ্গলবার) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি এক চিঠিতে এ কথা জানিয়েছেন।

ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রী সাঈদ নামাকি সর্বোচ্চ নেতার কাছে এই সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানোর পর তাতে সম্মতি দেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, করোনাভাইরাসে আক্রান্তদের সেবা দিতে গিয়ে ডাক্তার ও নার্সসহ মেডিক্যাল টিমের যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে ‘দায়িত্ব পালনকারী শহীদ’ হিসেবে মর্যাদা দেওয়া হবে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আইন অনুযায়ী, রাষ্ট্রীয়ভাবে যাদেরকে শহীদ হিসেবে ঘোষণা করা হয় তাদেরকে সব সময় বিশেষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাদের পরিবারের জীবিত সদস্যরা বিশেষ সম্মান ও সুযোগ-সুবিধা পান।

ইরানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর সেবা করতে গিয়ে এ পর্যন্ত কয়েক জন চিকিৎসক ও নার্স মারা গেছেন। চিকিৎসক ও নার্সদের অক্লান্ত পরিশ্রমের ফলে ইরানে করোনাভাইরাসে আক্রান্ত দুই হাজার ৭৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।