আসন্ন এনসিএল কে সামনে রেখে মঙ্গলবার বেশ কিছু খেলোয়াড়ের বিপ টেস্ট নেওয়া হয়।বিসিবির নতুন নিয়ম অনুযায়ী একজন ক্রিকেটারকে এনসিএল খেলতে হলে অবশ্যই বিপ টেস্টে নূন্যতম ১১ স্কোর তুলতে হবে। তবে এই ফিটনেস টেস্টে নাসিরসহ একাধিন সিনিয়র ক্রিকেটাররা পাশ মার্ক তুলতে পারেননি।
আজকের বিপ টেস্টে অংশ নেন জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা আশরাফুল-নাসির।কিন্তু তাদের বিপ টেস্টের স্কোর ছিলো খুবই হতাশাজনক। আশরাফুলের বিপ টেস্টের স্কোর ছিলো ৯.৬ আর নাসিরের ছিলো ৯.৭।বিপ টেস্ট উতরাতে পারেননি ইলিয়াস সানি(১০),নাদিফ চৌধুরী(১০.৪),আরাফাত সানি(১০.৯)।
বিপ টেস্টে পাশ করেছেন-
আবু হায়দার রনি(১১.১),জাহিদুজ্জামান(১২.৯),সৈকত আলী(১১.৪),মার্শাল আইয়ুব(১১.৪),শামসুর রহমান শুভ(১১.৩),আল-আমিন জুনিয়র(১১.৩),মেহেদি মারুফ(১১.৮),শুভাগত হোম(১১),নাজমুল হোসেন অপু(১১.১),জুবায়ের হোসেন লিখন(১১.২),মানিক হোসেন(১২.৮),শাকিল আহমেদ(১২.৬),জুনায়েদ সিদ্দিকী(১১.২),মিজানুর রহমান(১১.৬)।
বরাবরের মতোই আরো একবার বিপ টেস্টে হতাশ করেছেন ন্যাশনাল টিমে খেলেন বা ন্যাশনাল টিমে চেষ্টা করছেন এমন খেলোয়াড়েরা। উল্টো তাদের চেয়ে ঘরোয়ায় খেলা ক্রিকেটারদের মাঝে ফিটনেস নিয়ে বেশী এওয়ারনেস দেখা যায়।
তবে যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের জন্য আবারও পরীক্ষা দেয়ার সুযোগ রয়েছে। যদি আবারও ব্যর্থ হয় তবে এবার এনসিএলে না দেখা যেতে পারে আশরাফুল নাসিরদের।